কসবা উপজেলার খাড়েরা আল- আমিন বারীয়া কমপ্লেক্সে ব্যাংক এশিয়া এবং ওডিপি (অর্গানাইজেশেন ফর ডেস্ট্রিটিউট পিউপলস) এর যৌথ উদ্যোগে আজ সোমবার (২৫ জানুয়ারি) অসহায়, এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাড়েরা ইউপি চেয়ারম্যান মো. কবির আহাম্মদ খান। ব্যাংক এশিয়ার কসবা উপজেলা শাখা ব্যবস্থাপক সাইফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওডিপি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা, অর্থ-সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (আইসটি) মো. অলিউল্লাহ সরকার অতুল, উপজেলা সমাজসেবা দায়িত্বরত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজ সেবক মো. আনিসুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, সমাজ সেবক মো. মিজানুর রহমান ভুইয়া, সার্চ অর্গানাইজেশন এর সভাপতি মো. রাকিবুল হক রোমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. নুরুল ইসলাম ভুইয়া, মফিজুল ইসলাম মেম্বার, খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সংগঠনের সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক মনির হোসেন। এসময় অত্র মাদরাসার এতিম ছাত্র, অভিভাক এলাকার শিক্ষক, সাংবাদিক, স্কাউটস, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গরীব, অসহায় এবং আলআমিন বারীয়া কমপ্লেক্সের এতিমদের মাঝে অতিথিগণ কম্বল বিতরণ করেন।