রংপুরে পৃথকভাবে দুই সড়ক দূর্ঘটনায় প্রান গেছে দুইজনের। ঘনকুয়াশায় মহাসড়কে স্বাভাবিকভাবে যানচলাচল করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।
মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে বাস-ট্রাক সংর্ঘষে মোটরসাইকেল আরোহীর ইউনুস আলী (৩৫) নামে এক ব্যক্তি মারা যান। এদিকে তারাগঞ্জের কুর্শা নামক স্থানে গাড়ি চাপায় এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।