মামলা দায়েরের ১৫ বছর পর রংপুরে শিশুকে যৌন নিপীড়ণের অভিযোগে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ বছরে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক যাবিদ হোসেন এই আদেশ দেন। রায় ঘোণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিল।
মামলা ও আদালত সূত্রে জানাগেছে, ২০০৫ সালের ২৬ আগস্ট মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুকুর এলাকার লুৎফর রহমানের ৯ বছরের কন্যাকে একই এলাকার মুকুল মিয়ার পুত্র মনোয়ার হোসেন বাশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় মেয়েটির বাবা একটি ধর্ষণ মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ধর্ষণের পরিবর্তে যৌন নিপীরণের বিষয়টি প্রমানিত হওয়ায় আদালত মকবুল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদ- দেন।
সরকার পক্ষের আইনজীবী ছিলেন রফিক হাসনাইন সাক্ষ্যপ্রমানে ধর্ষণের বিষয়টি প্রমানিত না হওয়ায় যৌননিপীরণের অভিযোগে সাজা দেয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড একরামুল হক।