জয়পুরহাটের ক্ষেতলালে হুইপ স্বপনের মহানুভবতায় হৃদরোগে আক্রান্ত শাহিন (২৪) বেঁচে থাকার স্বপ্ন দেখছে। হুইপ স্বপনের নির্দেশে জয়পুরহাট জেলা স্বাস্থ্য বিভাগ শাহিনকে প্রাথমিক ভাবে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।
রোববার উপজেলার কনিয়াপাড়া গ্রামের অসহায় বিধবা মুর্শিদা বানুর একমাত্র ছেলে হৃদরোগে আক্রান্ত অসুস্থ শাহিনকে নিয়ে স্থানীয় সংবাদ কর্মী দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আলী ও মিজানুর রহমার নির্মিত একটি ভিডিও চিত্র ওই দিন বিকেল ৫টায় সোসাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়। ভিডিও চিত্রটি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর দৃষ্টি গোচর হয়। রাত পোহালেই সোমবার তিনি জরুরি ভিত্তিতে জয়পুরহাট জেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ মোল্লাকে অসুস্থ শাহিনের বাড়ীতে পাঠান। মেডিকেল টিম তাৎক্ষণিক সিদ্ধান্তে অসুস্থ শাহিনকে নিবির পর্যবেক্ষণ ও পরবর্তী করনীয় নির্ধারণের জন্য এ্যাম্বলেন্স যোগে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেছেন।
মেডিকেল টিমের প্রধান ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ও বিএমএ সাধারণ সম্পাদক জয়পুরহাট এর ডাঃ জোবায়ের গালিব, ক্ষেতলাল উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান।
হুইপ এর মানবিক প্রচেষ্টায় বেঁচে থাকার স্বপ্ন দেখছে অসুস্থ শাহিন এ কারণে গ্রামবাসি অত্যন্ত উচ্ছসিত। তারা হুইপ আবু সাঈদ আল মাহমুদ এর জন্য দোয়া ও দীঘায়ু কামনা করছেন। তাকে এ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নারী শিশু ও বয়স্করা কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় প্রতিবেশী আবদুল মতিন আবেগ আপ্লুত হয়ে হুইপ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ডাঃ জোবায়ের গালিব বলেন, মাননীয় হুইপ মহোদয় তাকে পরামর্শ প্রদান করেন, হৃদরোগে আক্রান্ত অসহায় এই ছেলেটির চিকিৎসার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে। হুইপ মহোদয়ের পরামর্শে আমরা এখানে এসেছি এবং ছেলেটিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গিয়ে পরবর্তী করনীয় নির্ধারণ করবো।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজাহার আলী, বড়াইল ইউপি সদস্য নজরুল ইসলাম বাবলু, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এর আগে সকালে বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর ও মামুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূরুন্নবী চৌধুরী রতন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন সবার হাসি মুখ” অসুস্থ শাহিনের সঙ্গে স্বাক্ষাত করে তার মায়ের হাতে কিছু আর্থিক সহায়তা তুলে দেন।