যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মনিরামপুর) এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত কৃষি সেচ পাম্প স্থাপনের জন্য দুইটি চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের নবায়নযোগ্য জ¦ালানি পরিদপ্তরের পরিচালক (অ:দা:) আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মনিরামপুর) এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী অরুন কুমার কুন্ডু। অপর দিকে একই দিন দুপুরে কেশবপুর উপজেলার মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে অনুরুপ মতবিনিময় সভা ও চুক্তি স্বাক্ষর হয়। এদিন দুইটি উপজেলার দুই চেয়ারম্যানের সাথে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়।