আগামী ৩০ জানুয়ারী মনিরামপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনে ৫১ জন প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যশোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, মনিরামপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আলহাজ¦ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিএনপির মনোনীত আলহাজ¦ অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন ও ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী আলহাজ¦ মাস্টার আবু তালেব। এ সময় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীরা উপস্থিত ছিলেন।