মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশে দিঘলিয়া উপজেলা প্রশাসন ৭০ টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের হলরুমে জমির দলিল হস্তান্তর করে।
সকাল সাড়ে নয়টায় খুলনা ৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শিদী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে তার বক্তব্য রাখেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও নিষ্ঠার ফলে সারা বাংলাদেশে প্রায় সত্তর হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দৃষ্টিনন্দিত এই উপহার গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং রূপসা, তেরখাদা, দিঘলিয়ায় দ্রুততম সময়ে সামান্য টাকায় খাস জমি উদ্ধার করে দৃষ্টিনন্দিত ঘর তৈরি করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সকাল এগারোটায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান এর শুভ উদ্বোধন করেন। আশ্রয়ণ প্রকল্প- ২ প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় যৌথ উদ্যোগে এই কাজ সম্পন্ন করে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই পর্যায়ক্রমে দিঘলিয়া উপজেলার ৭০ টি পরিবারকে দলিল হস্তান্তর করেন, এইসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, শেখ মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী হাসান তারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুস ছামাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম সহ সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।