নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মধ্যম নলুয়া গ্রামের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ঠ ভয়াবহ এক অগ্নিকা-ে মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম নামের একটি মুরগীর খামারের আড়াই হাজার মুরগীর বাচ্চা পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ব্যবসায়ী আমির হোসেনের। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত ২টায় সময় উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মধ্যম নলুয়া গ্রামের হাইকোট বাবুলের বাড়ীতে আমির হোসেন মুরগীর পোল্ট্রি খামারে
মায়ের দোয়া পোল্ট্রি খামারের মালিক আমির হোসেন জানায়, প্রতিদিনের মতো গতকাল শুক্রবারও খামারের কর্মচারী শরিফ হোসেন প্রকাশ তুষার খামারের প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফার্মে ভেতর গুমিয়ে যান। শনিবার রাত অনুমানিক ২টার সময় তার কাছে গরম অনুভুব হওয়ার পর গুম থেকে জেগে দেখে খামারে আগুন জ¦লছে। সে দ্রুত খামার থেকে প্রাণে বেঁছে বের হয়ে চিৎকার দিতে শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়নন্ত্রে আনে।কিন্তু ততক্ষনে খামারে থাকা আড়াই হাজার মুরগির বাচ্চা,বৈদ্যুতিক মিটার, মটর, খাবার, মোবাইলফোন, ঘর ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কোন কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি আরো জানান, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে তিনি এ ব্যবসা শুররু করেন। আগুনে পুড়ে যাওয়ায় এখন তার কাছে আর কিছুই রইল না।