বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে কটূক্তি করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমপি একরামুল করিম চৌধুরী সমালোচনা করে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকাল বলেছিলাম আজকে প্রমাণ হয়েছে একরাম চৌধুরী একজন মাতাল (যে নেতা ওবায়দুল কাদের) সারা জীবন দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে, আজ সে নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলে কুটক্তি করে মাতাল একরাম চৌধুরী।
শনিবার কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে সকাল ১০টায় সমাবেশে এসব কথা বলেন।
গত শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত টানা বঙ্গবন্ধু চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা ও আ.লীগের সহযোগী সংগঠনের নেতৃবন্দ। অবস্থান ধর্মঘট চলাকালে কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষনা করেন আবদুল কাদের মির্জা। তিনি মাতাল একরাম চৌধুরীকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার, টেন্ডারবাজি, অপরাজনীতি বন্ধ করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, জেলা কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষনা করার দাবিতে রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ঘোষনা দিয়েছেন।
শনিবার বিকেলে বসুরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আবদুল কাদের মির্জা আরও বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধকালিন সময়ে মুজিব বাহিনীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৯ সালে ৬দফা আন্দোলনে যোগ দিয়েছেন। স¦াধীনতার পরে তিনি বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দু‘গ্রুপকে একত্র করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ৩০মাস জেল খানায় আটক অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর আরো একবার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯৮১ সালের ১৭ মে যখন বিমান বন্দরে শেখ হাসিনা অবতরণ করেন, তখন প্রচুর বৃষ্টি, ঝড় ও তুফান। সেদিন লক্ষ লক্ষ জনতার গগণবিদারী শ্লোগান আমরা দেখেছি, সেদিন আপনাদের নেতা ওবায়দুল কাদের সভাপতি ছিলেন। ১৮ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় দেখলাম গতকাল (১৭মে) ঢাকা শহর ছিলো একান্ত শেখ হাসিনার। সেদিন শেখ হাসিনার কান্নায় বাংলার প্রকৃতি কেঁদে উঠেছে। সেইদিন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। সে সময় নেত্রীও আমেরিকায় ছিলেন। আমি নেত্রীর সাথে দেখা করেছিলাম কৃতজ্ঞতা জানানোর জন্য, নেত্রী তখন বলেছিলেন আমির হোসেন আমু ও ওবায়দুল কাদের আমাকে বাংলাদেশে এনেছিলো। কাদেরের প্রতি দ¦ায়িত্ব ছিলো তাই আমি তার চিকিৎসার দ্বায়িত্ব পালন করেছি। সে দিন আমি বুঝেছিলাম আমার নেতা ওবায়দুল কাদের কে নেত্রী কত ভালোবাসেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের ২বারের সাধারণ সম্পাদক, তিনি একজন মুক্তিযোদ্ধা। রাজনীতি করতে গিয়ে ২০০৪ সালে গ্রেণেড হামলায় ওবায়দুল কাদেরের শরীর ক্ষত বিক্ষত হয়েছিলো। এখন নোয়াখালীর তথাকথিত টেন্ডারবাজ, অপরাজনীতির হোতা, আওয়ামী লীগ নেতা, মাতাল একরাম চৌধুরী আমাদেরকে রাজাকার পরিবার হিসেবে আখ্যায়িত করেছে।
আবদুল কাদের মির্জার এ কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। স্বাধীনতাকালিন মুক্তিযুদ্ধের কোম্পানীগঞ্জের ডেপুটি কমান্ডার খিজির হায়াত খান বলেন, কালক্ষেপন না করে অবিলম্বে একরাম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তার বিচার করতে হবে।