রংপুরের পীরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারন সভা শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কাল্ব লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর একরামুল হক, রংপুর জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, ক্লাষ্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাপস রায় চৌধুরী, কাঞ্চন মানিক কাজল, হয়রত আলী মন্ডল, আলীমুল রেজা খাঁন জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী আবদুল রশিদ সরকার, উপজেলা ব্যবস্থাপক মোঃ রাজু আখতার প্রমুখ। উপজেলা কালব এর ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সর্বোচ্চ সঞ্চয় ও আমানত কারীদের পুরস্কার এবং ২০১৯ সালের ১৩জন কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।