রংপুরের পীরগাছায় গৃহহীন ও ভুমিহীনরা পেল স্বপ্নের ঠিকানা। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় উদ্বোধনের পর পরই সারা ন্যায় পীরগাছা উপজেলায় ২২০ টি ঘরের মধ্যে ২৮টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেয়া হয়।
শনিবার এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধনের পর এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, ওসি আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজাসহ সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।