গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার পঞ্চগড়ের বোদায় ৫৫ জন গৃহহীনদের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর কার্ক্রমের উদ্বোধন করেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই ও ঘরও নেই, সেই সব গৃহহীনদের জন্য মুজিববর্ষের উপহার হিসেবে স্থানীয় প্রশাসনের তত্বাবধানে তাদেরকে এসব ঘর দেওয়া হচ্ছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গৃহহীন পরিবারদের মাঝে পাকা ঘর এর চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, বোদা থানার কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর প্রমুখ। এ সময় ইউ'পি চেয়ারম্যান, উপকারভোগী সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, সরকারি ভাবে প্রতিটি পাকা ঘর নির্মাণে বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি পাকা ঘরে থাকছে দুটি কক্ষ, রান্নাঘর, বারান্দা, শৌচাগার। সুপেয় পানির জন্য থাকছে নলকূপ এর ব্যবস্থা।