রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নে এ দেশের মানুষ ভাল ভাবে দিন কাটাতে পারছেন। সরকার যাদের জমি নেই, ঘর নেই তাদের ঘর করে দিচ্ছেন, দেশে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভুগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। শীতে মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য দুস্থ ও অসহায় মানুষদের শীতবন্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি শনিবার দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা পৌরসভা চত্বরে পাঁচশতাধিক দুস্থ অসহায় মানুষদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে শীতবন্ত্র বিতরণী অুনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা, সাধারণ সম্পাদক আফসারুল ইসলাম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।