ঝিনাইদহের মহেশপুর উপজেলার সালেহা বেগম টেকনিক্যাল স্কুল এ- কলেজের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে ৪০০ কম্বল বিতারণ করা হয়েছে।
শনিবার বিকালে পৌর এলাকার বৈচিতলা গ্রামে সালেহা বেগম টেকনিক্যাল স্কুল এ- কলেজ চত্বরে কলেজের সভাপতি আলহাজ¦ শরিফুল ইসলামের তত্বাবধানে এ কম্বল বিতারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, সালেহা বেগম টেকনিক্যাল স্কুল এ- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামুল হক সবুস কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সাবেক অধ্যপক শামসুল ইসলাম, আবদুল মালেক, বিশারত বিশা, আবদুল লতিফ মালিতা, মিজান খান, আবদুল লতিফ মন্ডল ও আবদুল লতিফ বিশ্বাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
পরে উপজেলার ৩টি এতিম খানার শিশুদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্যঃ ২০১৮ সালে গোপালগজ্ঞ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. এম খায়রুল আলম খাঁন তার মায়ের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।