আশ্রয়াণের অধিকার, শেখ হাসিনার উপহার,এ শ্লোগানকে সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুয়াই শনিবার ২৩ জানুয়ারি মুজিববর্ষের উপহার হিসাবে নোয়াখালীর সেনবাগে ভূমিহীন ও গৃহহীন ৮টি অসহায় পরিরারের সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে জয়গার দলিল ,খতিয়ান,ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েেছ।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনপারেন্সের মধ্যমে উদ্বোধনের পরপরই নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ি আংশিক আসনের এমপি আলহাজ¦ মোরশেদ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাম কবিল, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার,সহকারী কমিশনাল (ভূমি) ক্ষেমালিকা চাকমা,সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিখারী,জেলা পরিষদ সদস্য রেজিয়া বেগম বকুল,বিআরডিভি কর্মকতা কামরুল হাসান।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে উপজেলা পরিষদেও সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক,সাংবাদিক ও উপকার ভোগী সহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।