প্রধানমন্ত্রীর কার্যালয়,আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ,উপজেলা প্রশাসন চর রাজিবপুরের বাস্তবায়নে , মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে ভূমিহীন ও গৃহহীন ৪৪ পরিবারকে জমি ও গৃহের কাগজপত্র প্রদান করলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. হাফিজুর রহমান। শনিবার বেলা ১১টা ৫ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন করার পর জেলার চর রাজিবপুর উপজেলার ৪৪ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ২ শতক জমির উপর নির্মিত ঘরের কাগজপত্র তুলে দেন। তাকে সহযোগিতা করেন চর রাজিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস। এ সময় চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীরুল ইসলাম জানান,মুজিব শতবর্ষে সরকার চর রাজিবপুর উপজেলার জন্য ৩শত ঘর বরাদ্ধ দিয়েছেন। ইতিমধ্যে চর রাজিবপুর উপজেলার ৯টি সাইটে খাস জমি উদ্ধার করে ২৫০টি ঘর নির্মাণের কাজ সমাপ্তির পথে। যার মধ্যে ৪৪ পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান জানান, সরকার পরবর্তিতে আরও ঘর করে দিবেন, আশা রাখি চর রাজিবপুর উপজেলার একজন লোকও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। আপনারা দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করবেন। উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত সকলেই ধৈর্য্য ও মনোযোগ সহকারে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। ভিডিও কনফারেন্সে সুবিধা ভোগী লিজা ও জাইদুল জানান, আমাদের জায়গা জমি ছিল না প্রধানমন্ত্রী আমাদের জমি ঘর উভয় দিলেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ: । কনফানেন্সে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি,সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মী বৃন্দ।