নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শহর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন (বাফুফে) এর সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু সমর্থনে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগনকে নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা হয় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএএসসি, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মিঞা মোহাম্মদ শাহজাহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা জজকোর্টের পিপি গুলজার আহমেদ জুয়েল প্রমূখ।
মতবিনিময় সভায় পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংমগ্রহন করে।