শনিবার মুজিবর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার অসহায় গরীব, ভূমিহীন ও গৃহহীন ৪৫ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. সামছুল আলম দুদু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক মন্ডলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।