জয়পুরহাটের ক্ষেতলালে বিপুল পরিমান গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী দুই সহোদরকে হাতেনাতে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫।
ক্ষেতলাল থানা সূত্রে জানা যায়, বুধবার (২০জানুয়ারী) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদের নেতৃত্বে জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ২৬ কেজি ৭'শ গ্রাম গাঁজা,৪ হাজার ৪'শ ৫০ টাকা, ১ টি মোবাইল সেট, ২ টি ট্রাভেল ব্যাগসহ দুই সহোদরকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সহোদর’রা হচ্ছে বগুড়ার আদমদিঘী উপজেলার দোহারপুর গ্রামের বাচ্চু সরদারের ছেলে ইমরান (২২), এনামুল ইসলাম (২৪)।
ক্ষেতলাল থানা কর্মকর্তা ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এস আই শাহীনুর বাদী হয়ে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে।