ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোক্তার হোসেনের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গফরগাঁও থানায় মামলা দায়ের করেছে অভিযুক্ত আলী হোসেন।
অভিযোগে জানা যায়, উপজেলার পাঁচবাগ এলাকার আইয়ুব আলী মেয়ে রুমা আক্তারের সাথে একই উপজেলার হাটুরিয়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে ছাত্রদল নেতা মোক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরই মোক্তার হোসেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদলের নেতৃত্বে আসলে তাদের অবিবাহিত হবে হবে। রাজনৈতিক পদের নেশায় সংক্ষুব্ধ মোক্তার হোসেন বছর খানেক আগে স্ত্রী রুমা আক্তারকে তালাক দেয়। সম্প্রতি মোক্তার হোসেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী হলে তার বিয়ের খবর নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। এ নিয়ে মোক্তার তার স্ত্রীর খালু আলী হোসেনের সাথে বিরোধে জড়ায়। মোক্তার হোসেনের অভিযোগ তার বিয়ের খবর তার খালু শশুড় আলী হোসেন ও তার পরিবার ষড়যন্ত্র করে এলাকায় প্রচার দিয়েছেন।
এ ঘটনায় গত বুধবার (২০জানুয়ারী) সকালে মোক্তার সংঘবদ্ধ হয়ে গফরগাঁও-ভালুকা সড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন এলাকায় খালু শ^শুর আলী হোসেনের বসতবাড়িতে জোরপুর্বক প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। চলে আসার সময় আলী হোসেনের পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়।
আলী হোসেন অভিযোগ করেন, মোক্তার চার পাঁচজনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ তিন লাখ টাকা ও প্রবাসী ছেলেদের পাঠানো ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে আলী হোসেনকে মামলা করার পরামর্শ দেয়। এ ঘটনায় আলী হোসেন বাদী হয়ে মোক্তার হোসেন, জসিম, জীবন ও এখলাছসহ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনূকুল সরকার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের সত্যতা পাওয়া গেছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।