নোয়াখালীর সেনবাগ উপজেলার সরকারি ৫০শর্য্যা হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভা অনুুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ জানুয়ারি বেলা ১২টার সময় স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বাস্থ্য কমিটির সহ-সভাপতি আলহাজ¦ জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালে ইউএইচপিও, স্বাস্থ্য কমিটির সদস্য সচিব ডাক্তার মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জর(ওসি) আবদুল বাতেন মৃধা,মহিলা ভাইস চোয়ারম্যান মরিয়াম সুলতানা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোঃ রফিকুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বিশিষ্ঠ্য রাজনৈতিক ব্যাক্তিত্ব এম তালেবুজ্জামান, জাহাঙ্গীর পাটোয়ারী, রুবেল এ সময় উপস্থিত ছিলেন-এমওডিসি ডাক্তার নির্ময় পাল প্রমুখ। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্য নিয়ে নিয়ে আলোচনা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেন নেওয়া হয়।