ঝিনাইদহের মহেশপুরে মাদক, বাল্য-বিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োাজন এবং উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটি বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলার নাটিমা কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ। প্রধান আলোচক ছিলেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটিম ইউনিয়ন চেয়ারম্যান ফকির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম ও প্রধান শিক্ষক আবদুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য প্রতিনিধিরা। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ঈমাম, কাজী, ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা।