পঞ্চগড়ের বোদায় সমাজসেবামুলক সংগঠন প্রাণোচ্ছ্বাস এর উদ্যোগে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ মাঠে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র গরম সোয়েটার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে এসব শীতবন্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লুর, বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ প্রধান শিক্ষক জামিউল হক, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিহাজ উদ্দীন মানিক, প্রাণোচ্ছ্বাস এর আবদুর রহিম রিপন সহ প্রাণোচ্ছ্বাস এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।