ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়ায় বুধবার গভীর রাতে এক ক্ষুদে ব্যবসায়ীর দোকানে লেগে পুরো মালামালসহ সব পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তাৎক্ষনিক আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এরই মাঝে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি গেছে। ক্ষতিগ্রস্থ ক্ষুদে ব্যবসায়ী মোস্তফা পরিবারের ৭ সদস্য নিয়ে এখন অসহায়।
মুদি দোকানী মোস্তফা জানন, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে হঠাৎ ডাক-চিৎকার শুনে দৌড়ে এসে দেখি তার দোকান ঘরে আগুন জ¦লছে। লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। সব পুড়ে ছাঁই হয়ে যায়। মোস্তফার ৭ সদস্য বিশিষ্ট পরিবারটির একমাত্র এই দোকান আয়েই চলতো। সব হারিয়ে সে অসহায় হয়ে পড়ছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যন অ্যাড. জাহিদুল ইসলাম রোমন ও ভাইস চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মোস্তফাকে সরকারী সহায়তার আশ্বাস দেন।