জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের রূপসী গ্রামের রাস্তার পাশে বৃক্ষ প্রকাশ্যে কেঁটে ফেলেছেন ওই গ্রামের বাসিন্দা আবুল খায়ের ও তার ছেলে রাজু আহমেদ। বর্তমানে কর্তনকৃত গাছ রাখা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায়।
সরেজমিনে দেখা গেছে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের রূপসী গ্রামের ঠাকুরবাড়ী থেকে শ্রীধর মাস্টারের বাড়ির রাস্তার পাশে ৩১ টি গাছ বিভিন্ন সময় প্রকাশ্যে কেঁটে ফেলা হয়েছে। গত ১৭জানুয়ারী রোববার রূপসী গ্রামের বাসিন্দা আবুল খায়ের ও তার ছেলে রাজু আহমেদ প্রকাশ্যে গাছ কাটা শুরু করেন। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার দাবি, তারা খবর পেয়ে গাছ কাঁটতে বাঁধা দিতে গেলে ব্যর্থ হয়ে ফিরে আসেন।
এ ব্যাপারে আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো আমি রোপন করে ছিলেন। তাই গাছগুলো বিক্রি করেছি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সেলিম ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদরুল আলম বলেন, কর্তনকৃত গাছগুলো সরকারী রাস্তার তাই ইউনিয়ন পরিষদের আনা হয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা বেগম বলেন, গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তিতপল্লা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।