ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক জেলার উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয়ে বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রিজিওনাল ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ডিস্ট্রিক কো-অডিনেটর আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাহক ও কর্মীদের সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মী ও গ্রাহকদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এরিয়া ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম। উন্নয়ন বক্তব্য রাখেন,ব্রাঞ্চ কো-অডিনেটর ওমর ফারুক ঠাকুর, নাসিরনগর ব্রাঞ্চ কর্মকতা হাফেজ মোঃ তাওহীদ ভুইয়া,কাওসার মিয়া,খন্দকার ফুরকানুল ইসলাম,রোকেয়া বেগম,হেনা চৌধুরী,চাতলপাড় ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাবুল মিয়া,খোকন সূত্রধর,মাহমুদা বেগম প্রমূখ। সভায় ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন)হেলাল আহমেদ এর হাতে প্রায় ১০ লাখ টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম তুলে দেয়া হয়। এ সময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে বিকেন্দ্রীক জেলায় কর্মরত ব্রাঞ্চ কর্মকর্তা, সুপারভাইজার ও কালেক্টরা অংশগ্রহণ করেন।