অরফান্স বিডি ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পৌর মেয়রের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। সভাপতিত্ব করেন এন এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী। অরফান্স বিডি ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক মোঃ আবদুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা আফছার আলী,প্রভাষক মোছাদ্দেকুর রহমান মানিক,সহকারী শিক্ষক নাজমুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।