ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল হালিম মানিক, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন ভূঞাঁ, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, লংগাইর ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাংবাদিক ফকির এ মতিন ও বীরমুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন মনি প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।