নোয়াখালীর সেনবাগ উপজেলার যুবদলের নব-গঠিত কমিটির দুই যুগ্ম আহবায়ককে সংবর্ধনা দিয়েছে কাবিলপুর ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের নেতার্কমীরা।
সোমবার বিকেলে নোয়াখালী জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে সংবর্ধিত দুই নেতাকে নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা এমপি ভিলা থেকে শুরু হয়ে কাবিলপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছমির মুন্সিরহাট বাজারের জমজম টাওয়ারের সামনে নব-গঠিত সেনবাগ উপজেলা যুবদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে স্থান পাওয়া কাবিলপুর ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন দুলালকে সংবর্ধনা প্রধান করে। এ সময় নেতাকর্মীরা তাদের দুইজনকে ফুলের মালা দিয়ে বরণ করে।
উল্লেখ্য ঃ রোববার কেন্দ্রীয় যুবদল দপ্তর সম্পাদক(যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিক এক পত্রে সেনবাগ উপজেলা ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করে। এতে উপজেলা শাখার আহ্বায়ক করা সুলতান সালা উদ্দিন লিটনকে এবং সদস্য সচিব করা সাহেব উদ্দিন রাশেলকে ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মোকারম আহ্বায়ক এবং সদস্য সচিব করা ইমরান হোসেন স্বপন। উপজেলা যুবদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় সংবর্ধিত মহিন উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন দুলালকে।