কচুয়ায় মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন। জানা যায় কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত সেখ মোজাম্মেল হোসেন এর পুত্র বিশিস্ট মুক্তিযোদ্ধা সেখ আফজাল হোসেন (৬৬)গত রাবিবার সন্ধা ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি হাসপাতালে মৃত্যু বরন করেন। (ইন্নাল্লিাহে ---রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। সোমবার দুপর ২টায় চর টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুম (বিশিস্ট মুক্তিযোদ্ধা)কে রাস্ট্রিয় মর্যদায় গার্ড অব অনার জনানো হয়।
মৃতঃ বিশিস্ট মুক্তিযোদ্ধা সেখ আফজাল হোসেনকে রাস্ট্রিয় মর্যদায় গার্ড অব অনার জানান কচুয়া উপজেলার সহকারী কমিশন্রা ভুমি মাহেরা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানা কর্মকর্তা ইন চার্য মোঃ মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(ভারপ্রাপ্ত) শিকদার হাবিবুর রহমান, কচুয়া ইউনিয়ন কমান্ডার আঃ ছত্তার তালুকদার, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা,সহ স্থানীয় অন্যান্য মুক্তিযোদ্ধা ও এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ।পরে ঐ একই স্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।