কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নোয়াখালীর সেনবাগে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে সেনবাগ প্রাথমিক শিক্ষক সমিতি’র কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার।
প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরেজ্জামান চৌধুরী সেনবাগ সরকারি কলেজ ছাত্র সংসদেও সাবেক ভিপি ও বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আবু নাছের ( ভিপি দুলাল) নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত উল্যা, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, জাহাঙ্গীর পাটোয়ারী, নূর হোসাইন সুমন, বশির আহমেদ, ফখর উদ্দিন, নোমান হোসেন ও সোহরাব ফেবলু প্রমুখ।