নিশিছদ্র নিরাপত্তা ও ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ১৬ জানুয়ারী শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোটগ্রহণ চলে। এবার ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে পুরুষ ও মহিলা ভোটার ছিল ২৩ হাজার ৭শত ৪৩ জন। এর মাঝে মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৯শত ৪২ জন। এবারের নির্বাচনে ৯ টি ওয়ার্ড ১০টি ভোট কেন্দ্রে ৭০.৪১% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে ভোটারদের উপস্থিতি ও ভোট প্রদানে স্বতঃস্ফুর্ততায় সন্তোষ প্রকাশ করেন। স্বতঃস্ফর্ত ভাবে ভোটাররা ছবি যুক্ত ভোটার আইডি কার্ড নিয়ে বিরতীহীন ভাবে উৎসবের আমেজে ইভিএম এর মাধ্যেমে ভোট প্রদান করেন। এবারও পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবারের নির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে ভোটাররা নির্বিঘেœ ভোট প্রদানের আস্থা ফিরে পান। পৌর এলাকার সর্বত্রই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক পাহাড়া দেখা গেছে।
ভোটাররা এবার নিজেদের ভোট নিজেরা দিতে পেরে আনন্দিত বলে জানিয়েছে। এবারে পৌরসভা নির্বাচনে ৫জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৩টি মহিলা আসনে ১৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মাঝে যারা নির্বাচিত হয়েছেন, মেয়র পদে টানা তৃতীয়বারের মত আলহাজ¦ মোঃ গোলাম কিবরিয়া নৌকা প্রতীকে ৫৬৩৬ ভোট নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ গোলাম মোস্তফা জগ প্রতীকে ৪৪২৮ ভোট। ১নং সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ ফাতেমা আক্তার আনারস প্রতীকে ১৬৩৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোছাঃ মাহফুজা বেগম টেলিফোন প্রতীকে ১৩২৭ভোট। ২নং সংরক্ষিত আসনে মোছাঃ জরিনা আক্তার আনারস প্রতীকে ১৬৩৩ ভোট পেয়ে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সাবিনা ইয়াসমিন আংটি প্রতীকে ১৪৩০ ভোট। ৩নং সংরক্ষিত আসনে মোছাঃ জ্যোৎস্নারা বেগম চশমা প্রতীকে ১৮৯৪ ভোট পেয়ে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোছাঃ পারভিন আক্তার জবাফুল প্রতীকে ১৬৮৯ ভোট।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড মোঃ শরিফুল ইসলাম উটপাখি প্রতীকে ৭৫৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোঃ শাজাহান ঢেরস প্রতীকে ৭০৬ ভোট। ২নং ওয়ার্ডে শামীম আহমেদ পানির বোতল প্রতীকে ৮০৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোঃ ফজলুল হক ডালিম প্রতীকে ৪৯৮ ভোট। ৩নং ওয়ার্ডে মোঃ ছফর আলী বুলু উটপাখি প্রতীকে ৮২৭ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোঃ বিল্লাল হোসেন পাজ্ঞাবী প্রতীকে ৮২৩ ভোট। ৪নং ওয়ার্ডে মোঃ ছাইফুল ইসলাম পাজ্ঞাবী প্রতীকে ৫৮৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোঃ মজিবুর রহমান উটপাখি প্রতীকে ৫৭৫ ভোট। ৫নং ওয়ার্ডে মোঃ আলী আকবর ডালিম প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোঃ আকবর হোসেন মুন্সী পানির বোতল প্রতীকে ৪২৭ভোট। ৬নং ওয়ার্ডে মো. শাহজাহান সিকদার (পানির বোতল) প্রতীক নিয়ে ১০০২ ভোট ও মো. আবু বক্কর সিদ্দিক (ডালিম) ১০০২ ভোট পেয়ে সমান সমান হয়েছে। দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পাওয়ায় নির্বাচনের আইনানুযায়ী দুই কাউন্সিলরের মধ্যে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানাযায়।
৭নং ওয়ার্ডে মোঃ চান মাহমুদ সরকার ডালিম প্রতীকে ৫৬১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম এ. বি. এম. ছিদ্দিক উটপাখি প্রতীকে ৪৬৯ ভোট। ৮নং ওয়ার্ডে কাজী মোঃ ইমান আলী পানির বোতল প্রতীকে ৪৯০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোহাম্মদ আনোয়ার সোহেল আকন্দ উটপাখি প্রতীকে ৩২০ ভোট। ৯নং ওয়ার্ডে পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাকির আহম্মেদ খান ডালিম প্রতীকে ৩৯১ ভোট। তার নিকটতম মোহাম্ম্দ বিল্লাল হোসেন পানির বোতল ৩৩৪ ভোট।