বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বোদা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সমাজসেবক এমরান আল আমিন এর ব্যক্তিগত উদ্যোগে রোববার পঞ্চগড়ের বোদা পৌরসভার শিমুলতলী পল্লীবিদ্যুৎ সংলগ্ন তার নিজস্ব মিল চাতালে শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুল ইসলাম, বোদা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিহাজ উদ্দীন মানিক, শ্রমিক নেতা জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।