সুন্দরবনে ২ মাস প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে কয়রা উপজেলার বিভিন্ন বাজার ও নদীতে অভিযান চালিয়েছে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আঃ হাকিম। গত শনিবার দিনব্যাপী শাকবাড়িয়া নদী সহ ৬নং কয়রা, গড়িয়াবাড়ি, কাটকাটা, হরিহরপুর, ফুলতলা, বিনাপানি, জোড়শিং সহ আংটিহারা বাজারের কাঁকড়ার ডিপোতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশরাফ হোসেন, দাকোপ-কয়রা সহ ব্যবস্থপনা নির্বাহী কমিটির কোষাধাক্ষ্য রিয়াছাদ আলী, কাশিয়াবাদ স্টেশনের স্টাফ বদরুল আলম, জোড়শিং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম,নবা মোল্যা সহ বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন ও বিভিন্ন টহল ফাঁড়ির স্টাফ এবং সিপিজি সদস্যরা।