ঝিনাইদহের শৈলকুপা পৌর ভোটে ৩য় বারের মত মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার কাজী আশরাফুল আজমকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র(আ’লীগ বিদ্রোহী) জগ মার্কার প্রার্থী তৈয়বুর রহমান।
শৈলকুপা পৌর ভোটের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, নৌকা মার্কার প্রার্থী কাজী আশরাফুল আজমকে মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। তিনি পেয়েছেন ১০ হাজার ৮ শ ৮৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দী জগ মার্কার প্রার্থী তৈয়বুর রহমান খান পেয়েছেন ৭ হাজার ২ শ ৮১। এ ছাড়া ধানের শীষের খলিলুর রহমান ১ হাজার ৫ শ ৬৯ ও লাঙ্গল মার্কার প্রার্থী আবু জাফর পেয়েছেন ১শ ৯২ ভোট।