কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে উপজেলা বিএনপি’র বিশেষ বর্ধিত সভা শনিবার বিকেলে উপজেলার কালেম গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া।
উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আফসার নয়ন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, লোকমান হোসেন, জহিরুল কাইয়ুম, পৌর আহ্বায়ক আবদুল বাতেন মেম্বার, সদস্য সচিব আবদুল কাদের জিলানি, সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা ইউসুফ আলী মিন্টু, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, আদ্রা উত্তর সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, রায়কোট উত্তর সভাপতি লায়ন মোহাম্মদ ইলিয়াস, মক্রবপুর সভাপতি মাস্টার মমতাজ উদ্দিন, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার স্বপন, মৌকারা সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, জোড্ডা পূর্ব সভাপতি আবদুল আউয়াল ফিরোজ, জোড্ডা পশ্চিম সভাপতি আবদুর রশিদ, রায়কোট দক্ষিণ সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, বাংগড্ডা সভাপতি আবদুল হক মজুমদার, হেসাখাল সভাপতি আবুল কালাম আজাদ, ঢালুয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের স্তরের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নকে পৌর মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এবং স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।