রংপুরের পীরগাছায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে রংপুর-পীরগাছা আঞ্চলিক মহাসড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হচ্ছেন উপজেলার পারুল ইউনিয়নের পারুল গ্রামের ছামসুল হকের ছেলে টিটু মিয়া (৩২) ও সদর ইউনিয়নের তালুক ইসাদ মাইটাল গ্রামের আবদুল আউয়ালের ছেলে মিল্লাত হোসেন (১৮)। এ সময় রাকিব মিয়া (২২) নামে আরেক মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে।
জানা গেছে, মোটর সাইকেল আরোহী ওই তিন যুবক দেউতি থেকে তাম্বুলপুরে ফুটবল খেলতে যাওয়ার পথে বেলতলী নামক স্থানে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই টিটু মিয়া এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মিল্লাত হোসেন মারা যান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং ঘটনাস্থলে নিহত টিটু মিয়ার লাশ থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।