রংপুরের পীরগাছায় অসহায় সেই ছকিনা বেগমের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও তাম্বুলপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সমাজ সেবক শাহিন সরদার। শনিবার তিনি ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েকজন নেতাকর্মী নিয়ে ভুমিহীন ছকিনা বেগমের বাড়িতে যান এবং ওই পরিবারকে দুটি কম্বল, চাল, ডাল, তেল, সাবান ও বিভিন্ন ধরনের কাঁচা তরকারি এবং মাংস ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান কাজল, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সুজন, সাধারন সম্পাদক মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আবদুর রশিদ, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক আংগুর আলম, ৭নং ওয়ার্ড আ.লীগের আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মাহিন উদ্দিন, সম্পাদক শাহ জাহান মিয়া, আ.লীগ নেতা ইউনুছ ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন। এসব খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত গ্রামবাসীকে শাহিন সরদার বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি অসহায় ছকিনা বেগমের জীবন কাহিনি পড়ে আজ তাদের পাশে এসে দাড়িয়েছি। তাদের জমি ক্রয় ও ঘর নির্মাণে আমি সার্বিক সহযোগিতা করবো। উল্লেখ্য, সম্প্রতি ‘পীরগাছায় আজো মাথা গোজার ঠাঁই পাননি অসহায় ছকিনা বেগম’ শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে নানা আলোচনার ঝড় ওঠে।