রংপুরের পীরগাছায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম টিটু মিয়া (৩৫)।
শনিবার (১৬ জানুয়ারি) বিকলে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মিল্লাত (৩১) ও রাকিব (৩০) নামে দু'জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত টিটু মিয়া উপজেলার পশ্চিম পারুল গ্রামের সামছুল হকের ছেলে।
এদিকে দুর্ঘটনার পর সড়কে এলাকাবাসীর অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক টিটু নিহত হয়। আহত হন মোটরসাইকেলে থাকা অপর দুইজন।তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম। তিনি জানান, রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর বাজারের কাছেট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে দুজন।