গুড়াতিপাড়া যুব সংঘের ব্যাবস্তাপনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুক্রবার রাতে গুড়াতিপড়া স্কুল মাঠে যুব সংঘের ব্যাবস্তাপনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আল মামুন রয়েল, ফোট্রেস গ্রুপের প্রকল্প পরিচালক আল আমিন, মহানগর স্বর্ন শিল্পী সমিতির সাবেক কোষাধক্ষ রাহাত হোসেন রনি, শীতলক্ষা কুরিয়া সার্ভিসের ম্যানেজার খায়রুল হাসান, মেসার্স খাজা ফল ভান্ডারের সত্বাধিকারী আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় শাহপাড়া মুন স্টার ক্লাব বনাম ধিরো একাদশ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গুড়াতিপাড়া যুব সংঘের রাকিব, কাশেম সহ অন্যান্য সদস্যবৃন্দ।