মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শাহাদাত ফার্নিচার এবং রহমান এন্টার প্রাইজ এর আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় বোদা পাইলট স্কুল এ- কলেজ মাঠে ঐহিত্যবাহী গ্রামীণ লাঠি খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লুর। লাঠি খেলায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা। লাঠি খেলা দেখতে সন্ধ্যায় পর থেকেই শিশু-কিশোর ও বিভিন্ন বয়সি নারী-পুরুষের ঢল নামে। এ সময় হাজার দর্শক স্রোতা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে এক মনোমুগ্ধকর পরিবশের সৃষ্টি করে। দর্শকদের বিনোদনের জন্য প্রতিবছর এই লাঠি খেলা প্রতিযোগিতা আয়োজন হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা যায়।