আমরা করবো জয়, মানবতার সেবাই এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী পৌরসভার বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সংলগ্ন চিত্রা নদীর পাড়ে এই মিলন মেলা বসে। এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় একটি অনলাইন পোর্টাল সবুজদেশ নিউজ ও সবুজ বাংলা রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু,কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,মেলার আহ্বায়ক বিএম সবুজ, প্রত্যাশা ২০২১ ফোরামের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস,এএসএম আল মাসুম সহ অন্যরা। স্বেচ্ছাসেবী মিলন মেলায় কালীগঞ্জ উপজেলার ২৪টি সংগঠনের প্রায় ৪শ জন স্বেচছাসেবী অংশ নেন।