ঝিনাইদহ কালীগঞ্জের সেবামূলক সামাজিক সংগঠন ”প্রাণের ঝিনাইদহ” ইউনাইটেড কিংডমের পক্ষ থেকে শুক্রবার বিকালে এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের গরম কাপড় সোয়েটার কম্বল কানটুপি বিতরন করা হয়েছে।
সংগঠনটি কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া এতিমখানা, কাশীপুর রেলষ্ট্রেশনের ছিন্নমূল মানুষ ও ইশ্বরবা বেঁদে পল্লীতে এ শীতবস্ত্রগুলো বিতরন করে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কো-ওয়াডিনেটর সংবাদকর্মি কামরুজ্জামান তোতা,এতিমখানার সুপার হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ, ইশ্বরবা মাদ্রাসার শিক্ষক নিয়ামতুল্লাহ, সাংবাদিক আরিফ মোল্যা, আশিকুর রহমান সোহাগ, রিয়াজ মোল্যা, নাজমুল হোসেন নাজিম, ফরহাদ হোসেন ,সূজন হোসেন, সাইফুজ্জামান অপি প্রমূখ। সংগঠনের পক্ষ থেকে দিনভর ঘুরে ঘুরে প্রায় শতাধিক মানুষের হাতে এ শীতবস্ত্রগুলো বিতরন করা হয়।