লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩শতাধিক দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ১৫ জানুয়ারী (শুক্রবার) বিকেলে উপজেলার মধ্য দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল আমিন বাবুর অর্থায়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সফিক মাহমুদ পিন্টুর পক্ষে ওই শীতবস্ত্র বিতরন করা হয়। রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল আমিন বাবুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজাহান,উপজেলঅ আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী,উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এম.এ নেতা মমিন পাটোয়ারী ,লামচর ইউপি আ.লীগের সভাপতি আবুল খায়ের ভুঁইয়া প্রমূখ। কম্বল বিতরনের সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল আমিন বাবু জানান, ৩শতাধিক কম্বল চাহিদার তুলনায় অত্যান্ত অপ্রতুল। খুব শীঘ্রই আগামী কয়েক দিনের মধ্যে আরো কম্বল বিতরন করা হবে।