খুলনার দিঘলিয়ায় গত মঙ্গলবার রাতে বাতিভিটা এলাকার বাসিন্দা মালেক শেখের পুত্র হালিম শেখ (৩৬) কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাতিভিটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পরিদর্শক রিপন কুমারের সহযোগীতায় এসআই তন্ময় হেমান্তের নেতৃত্বে এসআই আজিজ মাহমুদ, এসআই সঞ্জিত সাহা, এসআই সাহিদুল ইসলাম, কনষ্টেবল মিলন, দিপঙ্কর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাতিভিটা এলাকায় অভিযান চালিয়ে হালিম শেখকে গ্রেফতার করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার নং-৮, তাং-১৩-০১-২১। এদিকে দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাধা মাধবপুর অভিযান চালিয়ে অনিল কুমারের পুত্র অমিতকে ২৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই রানা প্রতাব ঘোষ, এএসআই জাহিদ ও কামারগাতি ক্যাম্পের এএসআই মফিজ। এ ব্যাপারে দিঘলিয়া থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ৭।