বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুরে মহানগর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও প্রান্তিক কৃষকদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সাতমাথা মোড়ে দুই শতাধিক কৃষকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। মহানগর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ সমির চন্দ। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবীদ বিশ্বনাথ সরকার বিটু, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওনসহ অন্যরা। আলোচনা সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।