প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ মামলায় জামালপুরের ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এ- কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৪জানুয়ারী বৃহস্পতিবার জামালপুর জেলা দায়রা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সুত্রে জানাগেছে, অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাডহক কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক মো. শামছুল আলম বাদী হয়ে গত ১৩ আগস্ট/২০২০ ইং তারিখে ওই অধ্যক্ষের বিরুদ্ধে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৩লক্ষ ৫১হাজার টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্তকৃত অধ্যক্ষ আবদুস ছালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মামলাটি পিবিআই তদন্ত শেষে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় বৃহস্পতিবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক জুলফিকার আলী খাঁন মামলা শুনানী শেষে জামিন না মঞ্জুর করে অধ্যক্ষ আবদুস ছালাম চৌধুরী জেলহাজতে প্রেরণের নির্দ্দেশ দেন।
উল্লেখ যে অধ্যক্ষ মো.আব্দুছ ছালাম চৌধুরী গত ২০২০ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনে এক নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করে রেলওয়ে পুলিশ। বহুল আলোচিত নারী কেলেঙ্কারী ঘটনার নায়ক অধ্যক্ষ মো.আব্দুছ ছালাম চৌধুরী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ মামলায় জেলেহাজতে যাওয়ার খবরে ইসলামপুরে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।