নোয়াখালীল সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১৪ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সেনবাগ থানার এসআই আল আমিন ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ উপজেলার গাজীরহাট-ফেনী মহিপাল সড়কের নন্দীরপাড় ব্রিজ নামকস্থানে একটি সিএনজিতে অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবা সহ ওই দুই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের পূর্ব কালারাইতা গ্রামের দারোগা বাড়ির মোঃ আলী আজগরের ছেলে মোঃ সোলাইমান প্রকাশ শাহিন (২২)) ও একই গ্রামের খামার বাড়ির মৃত মুজিবুল হকের ছেলে ফজলুর রহমান প্রকাশ জসিম উদ্দিন (৩৫)।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিকেলে জানান,বুধবার দিবাগত বৃহস্পতিবার গভীর রাতে রাত্রী কালিন ডিউটি চলাকালে থানার এসআই আল আমিন ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি সিএনজি অটোরিকশা তল্লাশী করে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোঃ সোলাইমান প্রকাশ শাহিন (২২) ও ফজলুর রহমান প্রকাশ জসিম উদ্দিন (৩৫)এর দেহ তল্লাশী করে ১শ করে দুইশত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় সেনবাগ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)সারনী ১০(ক)মামলা দায়ের করা হয়।মামলা নং ১৩,তারিখ ১৪/০১/২০২১ইং। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়।