পুলিশেই জনতা, জনতাই পুলিশ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ থানা চত্ত্বরে ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিভিন্ন শ্রেণি পেশার লোকদেরকে নিয়ে থানা পুলিশ উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন। কিশোরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান, অধ্যাপক ও সাংবাদিক আবদুর রাজ্জাক। উম্মুক্ত আলোচনায় প্রধান অতিথি অনেকের সমস্যার কথা শুনেন ও তার সমাধানের জন্য ওসিকে দিক নির্দেশনা দেন। কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধিক নারী-পুরুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।