সরাইলে সরকারি কাজ পরিদর্শন করতে গিয়ে সড়ক দূর্ঘনায় আহত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ও ইউএনও মো. আরিফুল হক মৃদুল সহ ৪ জন। অপর আহতরা হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রাথমিক চিকিৎসা ৩ কর্মকর্তা কর্মস্থলে ফিরলেও চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন উপজেলা চেয়ারম্যান। সূত্র জানায়, সরকারি বরাদ্ধে শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ-শাহজাদাপুর সড়কে উন্নয়নের কাজ চলছে। সরজমিনে ওই কাজ পরিদর্শন করতে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সরকারি গাড়ি যোগে সেখানে যান তারা। সড়কের অবস্থা ভাল না হওয়ায় মলাইশ ব্রীজ সংলগ্ন বাড়িতে গাড়ি গুলো রাখেন। পরে ব্যাটারি চালিত অটোরিকশায় করে চার জন রওয়ানা দেন। মটের কান্দি বরাবর মাটি খসে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টে বাম পাশের ৯ ফুট গভীর খাদের পড়ে যায়। আশপাশের লোকজন দৌঁড়ে এসে তাদেরকে উদ্ধার করেন। ইউএনও সহ ৩ কর্মকর্তা হাতে পায়ে ও শরীরে সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর রিকশার নীচে পড়ায় মাথার ডান পাশে ও ডান পায়ের হাঁটুতে আঘাত প্রাপ্ত হন। চিকিৎসক উনাকে আপাতত বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল বিকেলে সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য রফিক উদ্দিন ঠাকুর দূর্ঘটনার পুরো বিবরণ দিয়েছেন।